Grameenphone এর সংক্ষিপ্ত নাম হলো জিপি (GP). যদি 2022 সালে জিপি ইন্টারনেট অফার – GP internet offer – সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ব্লগটি সম্পূর্ণ পড়ুন। এই পোস্ট এর মাধমে আমি আপনাকে ২০২২ সালের সকল জিপি এর ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি চাইলে জিপি apps ব্যবহার করে জিপি এর সকল ইন্টারনেট অফার ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন – Oppo Find X5 Pro Price & Specifications
বাংলাদেশে প্রায় সকল জায়গাতে আপনি জিপি এর ইন্টারনেট স্পিড অন্য অন্য সিমের তুলনায় অনেক ভালো। তবে একটা অসুবিধা হলো জিপি ইন্টারনেট অন্য অন্য সকল সিম থেকে অনেকটাই বেশি। দাম একটু বেশি হলেও আপনি জিপি ইন্টারনেট দিয়ে খুব ভালো কাজ করতে পারেব।
যেহেতু জিপি ইন্টারনেট এর দাম অনেক বেশি তাই তারা অনেক কম দামের GP internet offer প্রদান করে থাকে।
জিপি ইন্টারনেট অফার
আপনারা জিপি কোম্পর্কে কিছুটা জানলেন। এখন চলুন জিপি ইন্টারনেট অফার নিয়ে কথা বলা যাক। জিপি বিভিন্ন ইন্টারনেট এর উপরে বিভিন্ন অফার প্রদান করে থাকে। এই সকল অফার থেকে আপনার বাজেটের উপরে বিভিন্ন প্যাকেজ বেঁচে নিতে পারেন।
১২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার
জিপি সংযোগ আপনার সুবিধার জন্যে ১২ টাকায় আপনি ১জিবি অফার দিয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি এই অফারটি আপনার সিমনের জন্যে একবার ই নিতে পারবেন। এই অফার নিতে আপনার ময় জিপি এপপ্স থেকে মাইজিপি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড দেয়ার পরে আপনি জিপি সিম এর মাধমে আপনি অ্যাপ এ লগইন করে তারপরে আপনার ১২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার নিতে পারবেন। পূর্বে নেয়া থাকলে আপনি আর নিতে পারবেন না তবে আপনি যদি প্রথম বার হয়ে থাকে তাহলে আপনি এই অফার টি নিতে পারবেন।
আরও পড়ুন – মোবাইল ফোন | কেনার আগে ১৪ গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা দরকার!
১২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার প্যাকটি আপনি ব্যবহার করতে পারবেন মাত্র ৭২ ঘন্টা অর্থাৎ ৩দিন। আপনি এপপ্স এ ঢুকে My GP অ্যাপের My Offer অপসন থেকে এই অফার নিতে পারবেন।
MyGP অ্যাপের ডাউনলোড লিংক – https://www.grameenphone.com/personal/services/digital-services/mygp-app
১৯ টাকায় ১ GP internet offer
এই অফার জিপি তাদের গ্রাহকদের মাঝে মাঝে দিয়ে থাকে। তাই আপনি চাইলে এই অফার সবসময় নিতে পারবেন না। জিপি মেসেজের মাধমে তাদের গ্রাহকদের মাঝে এই অফার প্রদান করে থাকে। যাদের কে জিপি মেসেজ দেয় মূলত গুগল তাদেরকেই এই অফার এর আওয়াতভুক্ত করে। তাছাড়া মাইজিপি অ্যাপ থেকেও আপনি চাইলে অফারটি কিনতে পারবেন। আপনার জন্যে এই অফার বর্তমানে আছে কিনা তা আপনি জিপি এপপ্স এ দেখতে পারেন।
৩০ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার
৩০ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার হলো জিপি সিমের নুতুন অফার। এই অফার জিপি অল্প কিছু দিন হলো চালু করেছে। আপনি ৩০ টাকায় ১জিব ইন্টারনেট নিলে আপনি মাত্র ৩দিন ব্যবহার করতে পারবেন। ৩০ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার প্যাকটি কেনার কোড – *121*5046#।
৩৮ টাকায় ১ GP internet offer
আপনি ৩জিব ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মাত্র ৩৮ টাকায়। ৩৮ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটির মায়েদ পারবেন ৭২ ঘন্টা বা ৩দিন। অফার কিনতে ডায়াল করুন *121*3258#। এছাড়া আপনি My GP এপপ্স ব্যবহার করে ইন্টারনেট কিনতে পারবেন।
৬৩ টাকায় ৩ GP internet offer
আপনি ৩জিব ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মাত্র ৬৩ টাকায়। ৬৩ টাকায় ৩ জিবি ইন্টারনেট অফারটির মায়েদ পারবেন ৭২ ঘন্টা বা ৩দিন। অফার কিনতে ডায়াল করুন *121*3366#।এছাড়া আপনি My GP এপপ্স ব্যবহার করে ইন্টারনেট কিনতে পারবেন।
১২৮ টাকায় ৮ GP internet offer
এটি অনেক জনপ্রিয় একটি অফার। গ্রাহকদের প্রায় ৬০% এই অফারটি কিনে থাকে। এই প্যাক এ আপনি পাবেন মাত্র ১২৮ টাকায় ৮ জিবি ইন্টারনেট অফার। অফারটির মায়েদ পাবেন ৭দিন। আপনি *121*3300# কোড ব্যবহার করে এই প্যাকটি অ্যাকটিভিশন করে নিতে পারবেন।
আরও পড়ুন – Apple iPhone 13 Mini
শুধু মাত্র এই ইন্টারনেট অফার ছাড়াও আপনি জিপি থেকে আরো অনেক ইন্টারনেট অফার রয়েছে। এই সকল অফার সম্পর্কে আমরা জন্য। কিন্তু তার আগে আমরা জিপি এর রিচার্জে কি কি অফার জিপি প্রদান করে সে সম্পর্কে জানার চেষ্টা করবো।
রিচার্জে GP internet offer
জিপি সিমে রিচার্জ করলে একটিভ হয়ে যাবে আপনার পছন্দের ইন্টারনেট অফার। একটি নির্দিষ্ট পরিমান এমাউন্ট রিচার্জ করলে আপনার পছন্দের ইন্টারনেট প্যাকটি একটিভ হয়ে যাবে। এটাকেই আমরা রিচার্জ অফার বলে থাকি। তাহলে চলুন আমরা জিপি সিমের
ফ্রি ১ জিবি কোড
ফ্রি ১ জিবি আপনি কেবল নুতুন সংযোগ নিলেই পাবেন। আপনি *১২১*৫# কোড টি ব্যবহার করে দেখে নিতে পারবেন এই অফারের আওড়ায় আপনি আছেন কিনা। তাছাড়া আপনি মাইজিপি অ্যাপ থেকে মাই অফার এর মধ্যে দেখতে পারবেন ফ্রি ১ জিবি পাবেন কি না।
৩৩ টাকা রিচার্জ – ৩৪০ এমবি
আপনি ৩৩ টাকা রিচার্জ করে ৩৪০ এমবি নিতে পারবেন। ৩৩টাকা রিচার্জ করার সাথে সাথে আপনি ৩৪০ এমবি পেয়ে যাবেন। আপনি যদি সামান্য কোনো কাজ করতে চান তাহলেই আপনি এই অফার নিতে পারেন।
১১৪ টাকা রিচার্জ – ৫ জিবি
৫ জিবি পাবেন মাত্র ১১৪ টাকা রিচার্জ করে। এই ৫gb এর মেয়াদ হবে ৭দিন। জিপি থেকে এই অফার টি নিতে আপনি ১১৪ টাকা রিচার্জ করলেই সাথে সাথে এই অফার আপনার সিমে একটিভ হয়ে যাবে।
৪৯৯ টাকা রিচার্জ – ২০ জিবি
আপনি ৩০দিন মেয়েদে মাত্র ৪৯৯ টাকা টাকা রিচার্জ করে ২০ জিবি ইন্টারনেট অফার নিতে পারবেন জিপি থেকে। জিপি থেকে এই অফার টি নিতে আপনি ৪৯৯ টাকা রিচার্জ করলেই সাথে সাথে এই অফার আপনার সিমে একটিভ হয়ে যাবে।
এছাড়াও এই সকল অফার বাদেও রিচার্জ এর উপরে আপনি আরো অনেক ইন্টারনেট অফার পাচ্ছেন। এর জন্যে আপনাকে জিপি ফ্লেক্সিলোডের দোকানে গেলে ইন্টারনেট এর বিভিন্ন চার্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি চার্ট দেখে আপনার পছন্দের অফার নিতে পারবেন।
সকল GP internet offer প্যাকেজ
এখন আমরা চলুন ইন্টারনেট প্যাকেজ সকল প্যাকেজগুলো দেখে নেই। আপনাদের সুবিধার জন্যে এখানে জিপি ইন্টারনেট সহ এই এক্টিভিশন কোডগুলো তুলে ধরলাম।
জিপি এর অফিসিয়াল ওয়েবসাইটের অনেক আপডেট আস্তে পারে তাই দয়া করে আপনি এই প্যাকগুলো নেয়ার পূর্বে সম্বভ হলে জিপি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই প্যাক এর কোড গুলো চেক করার পরামর্শ রইলো।
৩ দিন মেয়াদের GP internet offer
এই সেকশন এ জিপি এর ৩ দিন মেয়েদে যে সকল ইন্টারনেট অফার রয়েছে সেই সকল অফার (এক্টিভেশন কোড সহ)চলুন দেখে নেয়া যাক।
Volume | Price | Code |
5MB | 2.74 Taka | *121*3002# |
512MB | 28 Taka | *121*3256# |
2.5GB | 57 Taka | *121*3242# |
1.5GB | 46 Taka | *121*3399# |
1GB | 38 Taka | *121*3366# |
3.5GB | 69 Taka | *121*3282# |
3GB | 63 Taka | *121*3258# |
৭ দিন মেয়াদের GP internet offer
এই সেকশন এ জিপি এর ৭ দিন মেয়েদে যে সকল ইন্টারনেট অফার রয়েছে সেই সকল অফার (এক্টিভেশন কোড সহ)চলুন দেখে নেয়া যাক।
Volume | Price | Code |
6GB | 124 Taka | *121*3434# |
2.5GB | 94 Taka | *121*3322# |
1GB | 77 Taka | *121*3056# |
5GB | 114 Taka | *121*3344# |
10GB | 148 Taka | *121*3262# |
13 GB | 198 Taka | *121*3133# |
8 GB | 128 Taka | *121*3300# |
৩০ দিন মেয়াদের GP internet offer
এই সেকশন এ জিপি এর ৩০ দিন মেয়েদে যে সকল ইন্টারনেট অফার রয়েছে সেই সকল অফার (এক্টিভেশন কোড সহ)চলুন দেখে নেয়া যাক।
Volume | Price | Code |
80GB | 999 Taka | *121*3436# |
25GB | 499 Taka | *121*3435# |
2GB | 197 Taka | *121*3027# |
5GB | 299 Taka | *121*3458# |
12GB | 399 Taka | *121*3392# |
40GB | 649 Taka | *121*3393# |
10GB | 349 Taka | *121*3474# |
15GB | 408 Taka | *121*3442# |
3GB | 249 Taka | *121*3278# |
100GB 4G Pack | 1,499 Taka | *121*3437# |
200GB 4G Pack | 1,999 Taka | *121*3438# |
এছাড়া আপনি 100GB 4G প্যাকের সাথে পাবেন জিপি গোল্ড স্টার স্ট্যাটাস এবং 200GB 4G প্যাকের সাথে আপনি পাবেন জিপি প্লাটিনিয়াম স্টার স্ট্যাটাস।
তবে এই ১০০ এবং ২০০GB ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি কেবল ৩টি কনফিগ্রাশন থাকলেই। সেগুলো হলো ৪জি সিম, ৪জি হ্যান্ডসেট ও ৪জি নেটওয়ার্ক।
জিপি ইন্টারনেট অফার কোড
আপনি খুব সহজে *121*5# কোড টি ব্যবহার করে জিপি ইন্টারনেট এর অফার দেখতে পারবেন। এছাড়া উপরে আমি জিপি ইন্টারনেট এর অফার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
যাই হোক এই সকল জিপি ইন্টারনেট অফার (GP Internet Offer)
তো এসব প্যাকেজ থেকে আপনি আপনার পছন্দের জিপি ইন্টারনেট অফার (GP Internet Offer) বেছে নিন। গ্রামীণফোন ইন্টারনেট অফার সম্পর্কিত কিছু উত্তর জেনে নেওয়া যাক।
জিপি ইন্টারনেট অফার কি?
আমাদের রেগুলার দামের চেয়ে কিছুটা কম রেটে যে অফার গুলো পাই বা কম রেটে যে অফারগুলো দিয়ে থাকে সেগুলোকেই মূলত গুগল অফার বলে।
জিপি ইন্টারনেট প্যাক কি পরিবর্তন হয়?
অবশ্যই, কেননা জিপি তাদের সময়ের সাথে অনেক অফার নিয়ে আসে। তাই তাদের অফার ও প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে।
কম দামে কিভাবে ইন্টারনেট প্যাকেজ কিনবেন?
কম দামে ইন্টারনেট প্যাকেজ কেনার জন্যে আপনাকে জিপি এর my apps ব্যবহার করে কিনতে পারবেন। এছাড়া আপনি বিভিন্ন এক্টিভিশন কোড ব্যবহার করেও এই অফার নিতে পারবেন।
4G ইন্টারনেট প্যাকেজ কি 3G ফোনে ব্যবহার করা যাবে?
আপনি 4G ইন্টারনেট প্যাকেজ 3G ফোন এ বা 3G নেটওয়ার্ক এ ব্যবহার করতে পারবেন না। এর জন্যে আপনাকে অবশ্যই 4G Handset, 4G Sim এবং 4G Network এর আওয়াতভুক্ত থাকতে হবে।
ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বাড়াবেন কিভাবে?
আপনি আপনার ইন্টারনেট এর মেয়াদ বাড়ানোর জন্যে আপনার যে প্যাকেজ কিনেছেন সেই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার ইন্টারনেট প্যাকেজ আবার কিনলে আপনার ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বৃদ্ধি পাবে।
উপসংহার
এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করছি জিপি ইন্টারনেট সম্পর্কে আপনারা অনেক উপকৃত হবেন। আর পোস্টে GP internet offer গুলো নিতে আপনার কোড ব্যবহারের জন্যে অবশ্যই আপনি যাচাই করে নিবেন। কেননা এই কোড গুলো অনেক পরিবর্তনশীল। তবে আপনি my gp এপপ্স ব্যবহার করলে খুব সহজেই আপনি এই অ্যাপে মধ্যে সকল ইন্টারনেট অফার পেয়ে যাবেন।